ছয় মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর আত্মগোপন, অবশেষে ধরা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৭

আত্মসাৎ মামলায় ছয় মাসের সাজা থেকে বাঁচতে দশ বছর আত্মগোপনে ছিলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এক দম্পতি। রবিবার রাতে রাজধানী ঢাকার বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে বগুড়া পুলিশ।

সোমবার দুপুরে ওই দম্পতিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন, দুপচাঁচিয়া উপজেলার বেলভুজা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ও তার স্ত্রী ছাবিনা ইয়াসমিন।

খবরটি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী।

তিনি জানান, দুপচাঁচিয়া থানায় এ দম্পতির বিরুদ্ধে দীর্ঘ সময় পুরনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শফিকুল ও ছাবিনাকে ২০১৩ সালে অর্থ আত্মসাৎ মামলায় আদালত ছয় মাসের কারাদণ্ড দেয়। রায় ঘোষণার দিন থেকে আসামিরা পলাতক ছিলেন। পরে সাজা থেকে বাঁচতে তারা আত্মগোপনে চলে যান।

এসআই এরশাদ আলী আরও জানান, গ্রেপ্তার দম্পতি পোল্ট্রি মুরগির খাদ্য (ফিড) ব্যবসা করতেন। ইসলামি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তারা এ ব্যবসায় বিনিয়োগ করেন। তবে সময়মতো পাওনাদারদের অর্থ পরিষদ না করার তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :