চাঁদপুরে ১১শ কেজি জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০২| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৩
অ- অ+

চাঁদপুর হতে চট্রগ্রামগামী সাগরিকা ট্রেনে অভিযান চালিয়ে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর ১১২০ কেজি জাটকা জব্দ করেছে। সোমবার দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশনে চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগিতে কোস্টগার্ড এক বিশেষ অভিযান পরিচালনাকালে ১১২০ কেজি (২৮ মণ) জাটকা জব্দ করে।

এ সময় এ অভিযানে নেতৃত্ব দেন- বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. মাশহাদ উদ্দিন নাহিয়ান। তিনি জানান, গোপন খবরেরভিত্তিতে দুপুর ২টার দিকে চাঁদপুর বড় স্টেশন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা কালে এ ১১২০ কেজি জাটকা জব্দ করা হয়।

এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন, চাঁদপুর কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

এ অভিযানে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি জানান, পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত ইলিশে পোনা জাটকা বিকালে স্থানীয় ১০টি এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, আমাদের এ ধরনের অভিযান চলবে।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমরা নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি: প্রধান উপদেষ্টা 
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে: ড. মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা