সন্তান হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ৬ মাস বয়সী আব্দুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পিতার পরিবারের দাবি শিশুটির মা মিম নিজেই নিজ সন্তানকে হত্যা করেছে। সোমবার দুপুরে ইউপির বাহাদুরপুর ডাঙ্গীপাড়ায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে নিহত আব্দুল্লার পিতা আলামিন বলেন, আমার স্ত্রী মিমই আমার ছেলেকে মেরে ফেলেছে। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমার স্ত্রী বিভিন্ন সময় আমাকে দেখে নেবে আমার সন্তানকে দেখে নেবে বলে হুমকি দিত। গত তিন মাস আগে তিন মাস বয়সী আমার শিশু সন্তানকে রেখে চলে যায় সে। পরে কুষ্টিয়া কোর্টে গিয়ে যৌতুকের মামলা করে। গত ২৯ তারিখে কোর্টে মীমাংসার মাধ্যমে ওকে ফিরিয়ে আনি। এরপরও দুই বার পালিয়ে যাবার চেষ্টা করেছিল। পথ থেকে ফিরিয়ে আনি।
নিহত আব্দুল্লাহর দাদা হাবিবর প্রামাণিক বলেন, আমার নাতি ছেলেকে আমার বউমাই হত্যা করেছে।
এলাকাবাসী বলেন, আলামিনের স্ত্রী মিম উচ্ছৃঙ্খল প্রকৃতির ছিল। ও নিজেই হয়তো ওর ছেলেকে গলা টিপে হত্যা করেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের পিতা-মাতা ও দাদা-দাদিকে জিজ্ঞাস্বাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছেন।
তবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু সেটা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে: ব্রিটিশ হাইকমিশনার

তাড়াশে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

পাবনায় অনুমোদনহীন স্যালাইন তৈরির দায়ে হোসেন ফুডকে জরিমানা

সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ নিহত

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপির ১৭ নেতাকর্মী কারাগারে

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১৫ সদস্য আটক

বগুড়ায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জন্মলগ্ন থেকেই আ.লীগ জনগণের কল্যাণে কাজ করছে: আমিনুল ইসলাম
