ব্যক্তি-পছন্দের কমিটি গ্রহণযোগ্য নয়: ইমরান আহমদ

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০০

সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজকের আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনা। তাই অন্য কোনো নেতার নয়, স্লোগান হবে আওয়ামী লীগ ও শেখ হাসিনার। আওয়ামী লীগের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে জাতির বিজয় হয়েছে।

আওয়ামী লীগ গোয়াইনঘাট উপজেলার ৫ নম্বর আলীরগাঁও ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৫ নম্বর পূর্ব আলীরগাঁও সাংগঠনিক প্রধান মো. শামসুল আলম।

ইমরান আহমদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকারের আমলেও আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি ট্যানেলের মতো মেঘা প্রকল্পগুলো এক সময় আমাদের স্বপ্ন ছিলো, আজ তা বাস্তবতা।

তিনি সরকারের বাস্তবায়িত উন্নয়নচিত্র জনগণের কাছে পৌঁছে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমি দলের একজন কর্মি হয়েই আজীবন আপনাদের মাঝে থাকতে চাই। আওয়ামী লীগের কমিটিতে সবার আগে ত্যাগী ও আদর্শবান কর্মিদের মূল্যায়ন করতে হবে। একটি সুশৃঙ্খল কমিটি গঠিত হলে ঐ ইউনিট বা উপজেলায় আওয়ামী লীগের অবস্থান আরও সুদৃঢ় হবে। কোন নেতার কথায় নয়, কমিটি করবেন আদর্শের ভিত্তিতে। আওয়ামী লীগের মূলশক্তি তৃণমূলের কর্মীরা। সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন, থানাসহ বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নেতা নির্বাচিত করতে হবে। আমরা এমন সভাপতি, সাধারণ সম্পাদক করতে চাই-যারা হবেন আদর্শবান, সৎ ও বঙ্গ বন্ধুর আদর্শের সৈনিক।

তৃণমূল থেকে উঠে আসা যোগ্য নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে প্রতিটি কমিটি গঠন করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ছয়ফুল আলম আবুলের পরিচালনায় কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সিলেট আওয়ামী লীগের সদস্য ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসলাম, সহসভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামীম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার শাহাদাত, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অলিউল্লাহ,আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন শিহাব, আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান (লাইব্রেরি মুজিব) মো. নজরুল ইসলাম, গোলাম করিম শামীম, সোহেল আহমদ,গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. গোলাম সরওয়ার, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :