মির্জাপুরে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি পালিত, বিএনপি নেতা গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৪

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচিতে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ।

এদিকে এই কর্মসূচি পালন করতে গিয়ে উপজেলার বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলহাজ হোসেন গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন।

অপর দিকে আওয়ামী লীগ উপজেলা সদরে ও পাকুল্লা বাজারে শান্তি মিছিল ও সমাবেশ করেছে। পাকুল্লা বাজারে আয়োজিত শান্তি মিছিলে নেতৃত্ব দেন সংসদ সদস্য খান আহমেদ শুভ।

অপর দিকে উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ডে নবনির্মিত শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা নেতা মেজর (অব.) আব্দুর হাফিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার বিশ্বাস দুর্লভ চন্দ্র ও মোহাম্মদ আলী।

এর আগে বিশাল শান্তি মিছিল পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :