বইমেলায় সৌম্য সালেকের ‘শিরঃপীড়া ও অন্যান্য সংবেদ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৬
অ- অ+

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সৌম্য সালেকের নতুন কাব্যগ্রন্থ ‘শিরঃপীড়া ও অন্যান্য সংবেদ’।

এটি কবির পঞ্চম কাব্যগ্রন্থ, যার প্রচ্ছদচিত্র এঁকেছেন বরেণ্য চিত্রশিল্পী হাসেম খান। কবি প্রকাশনী থেকে প্রকাশিত বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাচ্ছে কবি প্রকাশনীর ২০৭-২০৮ নম্বর স্টলে।

‘শিরঃপীড়া ও অন্যান্য সংবেদ’ সম্পর্কে কবি বলেন, ‘নাগরিক জীবনে আমরা নানাবিধ সংকট, সংগ্রাম ও সম্ভাবনার ভেতর দিয়ে অগ্রসর হই। যা আমাদের শিরঃপীড়ার কারণ; এতে প্রতিনিয়ত আমরা পীড়িত, ব্যথিত ও বিহ্বল। আবার কিছু অনুভূতি আছে আমাদের সংবেদনশীলতাকে গভীরভাবে ছুঁয়ে যায়, আকর্ষণ করে। যাপিত জীবনের এই দ্বিবিধ সংক্রমের গ্রন্থনা, ‘শিরঃপীড়া ও অন্যান্য সংবেদ।’

তিনি বলেন, ‘আমার পর্যবেক্ষণ, দেখা ও প্রকাশের এই প্রয়াস কবিতা পাঠকদের যদি কিঞ্চিতও ছুঁয়ে যায় তাতেই পরম আনন্দ।’

সৌম্য সালেকের আরও কয়েকটি বই গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে, তার মধ্যে সময় প্রকাশনের প্যাভিলিয়নে রয়েছে কাব্যগ্রন্থ ‘পাতাঝরার অর্কেস্ট্রা’। প্রবন্ধের বই ‘শব্দ চিত্র মত ও মতবাদ’, ভ্রমণগ্রন্থ ‘মোমের পুতুল মমির দেশে’ পাওয়া যাচ্ছে প্রসিদ্ধ পাবলিশার্সের ৩৪২-৩৪৩ নং স্টলে; ‘ঊষা ও গামিনি’ কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে দেশজ প্রকাশনের ৩৪১ নং স্টলে এবং ‘পার্কবেঞ্চের কবিতা’ পাওয়া যাচ্ছে কবি প্রকাশনীর ২০৭-২০৮ নম্বর স্টলে।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/পিআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা