আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা কয়েকগুণ বেড়েছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৪ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১১

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে পুলিশ। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা কয়েকগুণ বেড়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বলেন, ‘পুলিশ বাহিনী এখন আন্তর্জাতিক মানের।’

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের আবাসিক ভবন ‘স্টুডিও এপার্টমেন্ট’ উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত রয়েছে।’

তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে পুলিশের সক্ষমতায় ঈর্ষণীয় সফলতা রয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর থেকে দেশে যেসব সন্ত্রাসী ও জঙ্গি কর্মতৎপরতা দেখা দিয়েছিল তা পুলিশ সফলতার সঙ্গে মোকাবিলা করতে পেরেছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওইসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ সক্ষম হয়েছে। পার্বত্য জেলা বান্দারবানের গহীন জঙ্গলে অনেক শক্তিশালী সন্ত্রাসীরা আস্তানা গড়েছিল, তাও পুলিশ সফলভাবে প্রতিহত করেছে।’

তিনি বলেন, ‘আমি শাল্লার আলো বাতাস ও কাঁদা মাটিতে বড় হয়েছি। এখানে এলেই গ্রামের মানুষ ও কাঁদা মাটির গন্ধ নাকে লাগে। এখানকার অবস্থা আগে খুব ভয়াবহ ছিল। এখান থেকে ঢাকা যেতে হলে এক সপ্তাহ এক মাস আগে থেকে পরিকল্পনা করতে হত। এখন আর তা করতে হয় না ২-৩ ঘন্টার মধ্যেই আজমিরীগঞ্জ থেকে বাড়িতে আসা যায়। সারাদেশের মতো এখানেও উন্নয়নের ছোঁয়া লেগেছে।’

এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক দিদারে আলম মকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আমিনুল ইসলাম প্রমুখ। (ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত নেই

শিগগির সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, শিক্ষাক্রমে আপাতত পুরনো বই ও পরীক্ষা: শিক্ষা উপদেষ্টা

বন্যা মোকাবেলায় ক্যাম্পের সংখ্যা বাড়াল সশস্ত্র বাহিনী

৮ হাজার কোটি টাকার কেন্দ্রে বিদ্যুৎ নেই, এটাই উন্নয়নের বিভ্রান্তি: জ্বালানি উপদেষ্টা

উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে: পানিসম্পদ উপদেষ্টা

সিএমএইচগুলোতে চিকিৎসাধীন ছাত্রদের মধ্যে বাড়ি ফিরেছে ৬১০ জন

শিগগির সরকারের রূপরেখা প্রকাশ

পুলিশের লুট হওয়া আরও ৫৬৮ অস্ত্র উদ্ধার

জাতিসংঘে আইসিপিপিইডিতে প্রবেশাধিকারের দলিল জমা দিলো বাংলাদেশ

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯

এই বিভাগের সব খবর

শিরোনাম :