জ‌ঙ্গি ছিনতাইয়ের দায় আইনশৃঙ্খলা বা‌হিনী এড়া‌তে পা‌রে না: র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ মার্চ ২০২৩, ১২:১৬ | প্রকাশিত : ০২ মার্চ ২০২৩, ১২:১২

আদালত থে‌কে দুই জ‌ঙ্গি পা‌লা‌নোর দায় আইনশৃঙ্খলা বা‌হিনী এড়া‌তে পা‌রে না উল্লেখ ক‌রে র‌্যা‌বের মহাপ‌রিচালক (ডিজি) খুরশীদ হোসেন ব‌লেছেন, ‘সমন্ব‌য়ের অভা‌বে আদালত থে‌কে জ‌ঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘ‌টে‌ছে।’

মঙ্গলবার সকা‌লে ধানম‌ন্ডি ৩২ নম্ব‌রে বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি‌তে শ্রদ্ধা জানা‌নো শে‌ষে তিনি এ কথা ব‌লেন।

মঙ্গলবার গ্রেড-১ পদে পদোন্নতি পান খুরশীদ হোসেন। আজ তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি‌তে শ্রদ্ধা জানা‌তে যান।

দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা রয়েছে জানিয়ে র‌্যাব ডিজি বলেন, ‘দুই জঙ্গি পালিয়ে গেছে এটাতে অবশ্যই আমাদের ব্যর্থতা রয়েছে। এটার সঙ্গে আমাদের অনেকের সমন্বয় থাকার কথা ছিল। কিন্তু সেখানে অনেক গ্যাপ ছিল। সমন্বয় গ্যাপ থাকার কারণে, আদালতে যেভাবে যত লোক থাকার কথা ছিল, যাদের দায়িত্ব দেওয়া ছিল সেগুলো ছিল না।’

তবে ‘সামনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত’ বলে জানান তিনি।

গত বছরের ২০ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় নেওয়ার পথে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (সাবেক আনসারুল্লাহ বাংলা টিম) সদস্য মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব ছিনিয়ে নেওয়া হয়। তারা জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

(ঢাকাটাইমস/০২মার্চ/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :