লাখো মুসল্লির উপস্থিতিতে দিনাজপুরে ইজতেমার আখেরি মোনাজাত

দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে লাখো মুসল্লির উপস্থিতিতে দিনাজপুরে শেষ হলো তিন দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা।
শনিবার বেলা ১২টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে এই ইজতেমা আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় ।
আখেরি মোনাজাত পরিচালনা করেন, তাবলিগ জামাতের আমীরে ফায়সালা ও জেলা ইজতেমা পরিচালনা কমিটির জিম্মাদার মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. আব্দুল হাকিম।
এছাড়া শেষ দিন হেদায়েতি বয়ান পেশ করেন, ঢাকার কাকরাইলের জিম্মাদার (দায়িত্বশীল) ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, ঢাকার কাকরাইলের মুরব্বি (দায়িত্বশীল) মাওলানা মো. মাহমুদুল্লাহ ও মালয়েশিয়া হতে আগত তাবলিগ জামাতের সাথী মো. ইসমাইল।
অনুবাদ করেন দিনাজপুর তাবলিগ জামাতের আমীরে ফায়সালা ও জেলা ইজতেমা পরিচালনা কমিটির জিম্মাদার (দায়িত্বশীল) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. আব্দুল হাকিম।
আখেরি মোনাজাতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমসহ দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, জয়পুরহাট রংপুর, গাইবান্ধাসহ আশপাশের জেলাগুলো থেকে আখেরি মোনাজাতে ইজতেমা মাঠে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়।
(ঢাকাটাইমস/০৪মার্চ/এলএ)

মন্তব্য করুন