লাখো মুসল্লির উপস্থিতিতে দিনাজপুরে ইজতেমার আখেরি মোনাজাত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৩, ১৬:২২
অ- অ+

দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে লাখো মুসল্লির উপস্থিতিতে দিনাজপুরে শেষ হলো তিন দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা।

শনিবার বেলা ১২টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে এই ইজতেমা আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় ।

আখেরি মোনাজাত পরিচালনা করেন, তাবলিগ জামাতের আমীরে ফায়সালা ও জেলা ইজতেমা পরিচালনা কমিটির জিম্মাদার মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. আব্দুল হাকিম।

এছাড়া শেষ দিন হেদায়েতি বয়ান পেশ করেন, ঢাকার কাকরাইলের জিম্মাদার (দায়িত্বশীল) ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, ঢাকার কাকরাইলের মুরব্বি (দায়িত্বশীল) মাওলানা মো. মাহমুদুল্লাহ ও মালয়েশিয়া হতে আগত তাবলিগ জামাতের সাথী মো. ইসমাইল।

অনুবাদ করেন দিনাজপুর তাবলিগ জামাতের আমীরে ফায়সালা ও জেলা ইজতেমা পরিচালনা কমিটির জিম্মাদার (দায়িত্বশীল) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. আব্দুল হাকিম।

আখেরি মোনাজাতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমসহ দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, জয়পুরহাট রংপুর, গাইবান্ধাসহ আশপাশের জেলাগুলো থেকে আখেরি মোনাজাতে ইজতেমা মাঠে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা