চাঁপাইনবাবগঞ্জে বিপুল গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০২৩, ১৫:২৫

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌরসভার ১৪ ওয়ার্ডের শান্তির মোড় এলাকা থেকে প্রায় ১৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার গভীর রাতে চাঁপাইনাববগঞ্জ পৌরসভার ১৪ ওয়ার্ডের শান্তিমোড়ের প্রয়াস হসপিটালের সমানের সোনামসজিদগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগা জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিপন মন্ডল (২৭), একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহাগ সর্দার উরফে হামিদুল (২৮)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চাঁপাইনাববগঞ্জ পৌরসভার ১৪ ওয়ার্ডের শান্তিমোড়ের প্রয়াস হাসপাতালের সমানের সোনামসজিদগামী পাকা রাস্তায় ২ জন ব্যক্তি কাছে একটি বস্তা দেখতে পাইলে তাদেরকে সহেন্দ হয়। তাৎক্ষণিক তাদের কাছে থাকা বস্তা তল্লাশি করলে বস্তার মধ্যে প্রায় ১৩ গাঁজা পাওয়া যায়। এসময় তাদের কাছে থাকা নগদ ১৪ হাজার টাকা ২টি মোবাইল ও ২টি সিমকার্ড জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়।

এদিকে র‌্যাবের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকসেবীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যবহ থাকবে বলে জানান র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।

(ঢাকাটাইমস/৫মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :