পাথরবোঝাই ট্রাক নদীতে, সাজেকের পথে ভাঙল মাইনী বেইলী সেতু

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৩, ১৫:১৩| আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৫:২৮
অ- অ+

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী সেতু ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এ ঘটনার পর থেকে দীঘিনালা থেকে সাজেক ও বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালী অংশে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সেতু ভেঙে যাওয়ায় দীঘিনালা-সাজেক এবং দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে যোগাযোগ বন্ধ থাকলেও দীঘিনালা থানা বাজারের বিকল্প সেতু দিয়ে যাত্রীবাহী ছোট পরিবহন চলাচল করছে। এতে সরু সড়কে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন দুই পারের মানুষ।

স্থানীয়রা জানান, সীমান্ত সড়কের কাজে পাথর নেওয়ার সময় দীঘিনালার মাইনী বেইলি সেতু পার হওয়ার সময় পাটাতন ভেঙে এ দুর্ঘটনা ঘটে। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি মেরামত করে ব্যবহার করা হচ্ছিল।

সাজেকের অবকাশ রিসোর্টের ম্যানেজার মো. নাজমুল হাসান বলেন, ‘দুপুরে অনেক পর্যটক সাজেক চলে এসেছে। সেতু ভেঙে পড়ায় বিকল্প সেতু ব্যবহার করে আসা-যাওয়া করা যাচ্ছে। তবে সেখানে যানজটের সৃষ্টি হয়েছে।’

খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, দীঘিনালা থেকে সাজেক পর্যন্ত সড়কটি সেনাবাহিনীর ইসিবি কোর দেখাশোনা করে। যদি সেনাবাহিনী থেকে সওজের কাজে কারিগরি কোনও সহযোগিতা লাগে তাহলে দেওয়া হবে।

পাঁচ টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও কাঠ, পাথর ও ইটবোঝাই ট্রাক পারাপার হয় এ সেতুতে।

(ঢাকাটাইমস/৭মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশ যেতে দেওয়া হল না পার্থর স্ত্রীকে
ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ সালমান, বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার অনুরোধ
দুদকের মামলায় দণ্ডের বিরুদ্ধে ডা. জুবাইদার আপিল গ্রহণ
চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা