আকিজ বশির গ্রুপকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৩, ২০:১৫
অ- অ+

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশের ব্যবসায়িক শিল্পের প্রবাদপুরুষ শেখ আকিজ উদ্দিন। বাংলাদেশে এবং বহির্বিশ্বে আকিজ শিল্প গ্রুপ সুনামের সঙ্গে ব্যবসা বাণিজ্যে ইতিহাস সৃষ্টি করেছে। আকিজ শিল্প ব্যবসা ও বাণিজ্যের ধারাবাহিকতায় তার যোগ্য উত্তরসূরী ছেলে শেখ বশির উদ্দিন বাবার হাত ধরেই নিজের ব্যবসায়িক দর্শন তৈরি করেছেন।

আকিজ গ্রুপ ছেলে বশির উদ্দিন 'আকিজ বশির' গ্রুপ প্রতিষ্ঠা করায় বৃহস্পতিবার (৯ মার্চ) এক অভিনন্দন বার্তায় ডা. জাফরুল্লাহ এসব বলেন। তিনি বলেন, আকিজ গ্রুপের উত্তরসূরী এবং একজন সাধারণ উদ্যোক্তা ও ব্যবসায়ী হয়েও আপনি ব্যবসা শিল্পে নতুন এক যুগের উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় “আকিজ বশির গ্রুপ” প্রতিষ্ঠা করায় শেখ বশির উদ্দিন আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি মনে করি, আপনি (শেখ বশির উদ্দিন) ন্যায়ের পথে থেকে বাংলাদেশের শিল্প বাণিজ্যকে পৃথিবীর উচ্চ শিখরে নিয়ে যাবেন। সততা ন্যায়নীতির মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে দেশকে উচ্চ শিখরে নিয়ে যাওয়া যায়, সেটা আপনি প্রমাণ করবেন। পুনরায় শেখ বশির উদ্দিন আপনাকে অভিনন্দন জানাই।

(ঢাকাটাইমস/০৯মার্চ/জেবি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ব গাধা দিবস যেভাবে এলো
মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৪
টঙ্গীতে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা 
নৌপথে আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, চোরাচালান দমনে কাজ করছে কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা