জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

জামালপুরের বকশীগঞ্জে বোরো ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আজির রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার মেরুরচর ইউনিয়নে পূর্বকলকীহারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯ টা দিকে বোরো ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর ( সেচ পাম্প) চালু করতে গেলে কৃষক আব্দুল আজিজ বিদ্যুতায়িত হয়ে পড়েন। এসময় নিহত কৃষকের পাশে থাকা কয়েকজন সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সের নেয়া যাওয়ার পথে মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, সকালে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য মোটরের সুইচ অন করতে গিয়ে বিদ্যায়িত হয়ে মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/১০মার্চ/এলএ)

মন্তব্য করুন