আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৯:৩৬ | প্রকাশিত : ১১ মার্চ ২০২৩, ১৬:১৬

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এর ফলে এ দেশের মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিশ্বাস করে না। তাই এ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় আওয়ামী লীগ। কিন্তু আমাদের স্পষ্ট কথা; শেখ হাসিনা ও আওয়ামী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।

শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা দক্ষিণ বিএনপির মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দলটি যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশের জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালন করে।

সরকার বিএনপিকে নির্মূল ও নেতৃত্বকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করে দলের কেন্দ্রীয় এই নেতা বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না।

মির্জা ফখরুল বলেন, সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিসহ বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নে আগামী ১৮ মার্চ শনিবার সারাদেশের মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে সরকার। এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায়। কিন্তু আমাদের স্পষ্ট কথা শেখ হাসিনা ও আওয়ামী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।

তিনি বলেন, আমাদের সামনে বিকল্প কোনও পথ নেই। সরকার অনেক রকমের চক্রান্ত শুরু করেছে। পঞ্চগড়ের সাম্প্রদায়িকতার ঘটনা তৈরি করতে চেয়েছে। ভুলে গেলে চলবে না দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। আমরা যখন তাদের ও নিয়ম-দুর্নীতির কথা বলছি তখন তাদের গাত্রদাহ শুরু হয় নানা ধরনের উসকানি দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, এই সরকারের পতন, নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের সঙ্গে আন্দোলনে মানুষ দাঁড়িয়েছে। দিন দিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেই আন্দোলনের উত্তাল তরঙ্গের মতো ভাসিয়ে নিয়ে যাবে এই সরকারকে। তখন আর পালানোর পথ পাবে না।

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তিকে দেশবিরোধী চুক্তি বলেও অবহিত করেন তিনি।

এদিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম মানববন্ধনে সভাপতিত্ব করেন।

(ঢাকাটাইমস/১১মার্চ/জেবি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

মূল্যস্ফীতির কারণে এবারের ঈদ মানুষের কাছে একটা কষ্টের দিন: মির্জা ফখরুল

কারাবন্দি যুবদলের সাবেক সভাপতি নিরবের বাসায় টুকু

দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত: হানিফ

বিএনপির সিনিয়র নেতারা কে কোথায় ঈদ করবেন?

ভারত-মিয়ানমার কোনো সীমান্তেই দেশের মানুষ নিরাপদ নয়: রিজভী

পশু কোরবানির সঙ্গ দুর্নীতি কোরবানি করতে হবে, ঈদ শুভেচ্ছায় জিএম কাদের

সেন্ট মার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: ওবায়দুল কাদের

মিয়ানমার আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে: জিএম কাদের

ডা. মওদুদ হোসেন আলমগীর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক 

মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির

এই বিভাগের সব খবর

শিরোনাম :