আড়াই ঘণ্টা পর তেজকুনিপাড়া বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বাহিনীর ১২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির বহু ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
এর আগে সোমবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি এবং মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে পরবর্তীতে আরও পাঁচ ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়। এরপরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের আরও একটিসহ মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
(ঢাকাটাইমস/১৩মার্চ/এসএস/কেএম)

মন্তব্য করুন