ইংলিশদের হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৭:০১ | প্রকাশিত : ১৭ মার্চ ২০২৩, ১৬:৩০

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের জিতেই চলেছে বাংলাদেশ। আজ (শুক্রবার) ইংল্যান্ডকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। আর তাতেই সবার আগে সেমিফাইনালপর্ব নিশ্চিত হয়েছে বাংলাদেশ কাবাডি দলের।

চলতি আসরের উদ্বাধনী ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে মিশন শুরু করে বাংলাদেশ কাবাডি দল। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখে স্বাগতিকরা। সেম্যাচে হারিয়েছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনাকে। আর তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে হ্যাটট্রিক জয় নিশ্চিত করে বাংলাদেশ।

গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। এ ম্যাচে ইংলিশদের পাত্তাই দেয়নি স্বাগতিকরা। প্রথমার্ধের খেলায় ২৯-১০ ব্যবধানে এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। শেষ পযন্ত ম্যাচটি জিতে নেয় ৫৫-২৭ পয়েন্ট ব্যবধানে।

ম্যাচ সেরা হন বাংলাদেশি খেলোয়াড় মোহাম্মদ মিজানুর রহমান। পুরস্কার নেওয়ার সময় তিনি বলেন, ‘আজকের এই জয়টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করছি।’

(ঢাকাটাইমস/১৭মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :