সুনামগঞ্জে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ১৫:৪৮
অ- অ+

সুনামগঞ্জে মুজিব হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত। এছাড়াও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

রবিবার (১৯ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এই রায় ঘোষণা করেন।

মুজিব সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- কামরুল ইসলাম (৪০) ও এলাইছ মিয়া (৪৫)। তারা সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত দায়রা জজের অতিরিক্ত পিপি অ্যাড. সোহেল আহমদ ছইল মিয়া।

আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের জুনের ২২ তারিখ বিকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা মুজিবকে পূর্ব বিরোধ নিষ্পত্তি করে দেবার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ঘাতক কামরুল ইসলাম ও এলাইছ মিয়া। পরের দিন ২৩ জুন উপজেলার কাইমা গ্রামের ভাটিপাড়া রোডের দক্ষিণ পাশ্বের রাস্তায় মুজিবের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়।

অতিরিক্ত দায়রা জজের অতিরিক্ত পিপি অ্যাড.সোহেল আহমদ ছইল মিয়া জানান, মুজিবকে হত্যার অভিযোগে আদালত দুই আসামি কামরুল ইসলাম ও এলাইছ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতের রায়ে সন্তুষ্ট।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ সালমান, বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার অনুরোধ
দুদকের মামলায় দণ্ডের বিরুদ্ধে ডা. জুবাইদার আপিল গ্রহণ
চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল অঞ্জন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা