রেকর্ডগড়া সেঞ্চুরির দিনে সাত হাজারি ক্লাবে মুশফিক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকিুর রহিম। একই দিনে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডেতে সাত হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে নামার সময় মুশফিকের সংগ্রহে ছিল ৬৯৪৫ রান। ম্যাচের ৪৪তম ওভারের প্রথম বলে চার হাঁকান তিনি। তাতেই সাত হাজারি ক্লাবে পৌঁছে যান তিনি। ২২৯ ইনিংসে মুশফিক ৭ হাজার রান পেয়েছেন। তামিম ৭ হাজার রান করেছিলেন ২০৪ ইনিংসে। সাকিবের লাগেছিল ২১৬ ইনিংস।
একই দিনে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই ডানহাতি ব্যাটার। মাত্র ৩৩ বলে অর্ধশতক পূরণের পর সেঞ্চুরির তুলে নেন ৬০ বলেই। মানে শেষ ১৭ বলেই পেয়েছেন বাকি পঞ্চাশ রান। তাতে ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্রুততম সেঞ্চুরি পেলেন মুশি।
এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল টাইগার ওপেনার লিটন কুমার দাসের অধীনে। ১০৭ বলে সেঞ্চুরির পূরণ করে এই রেকর্ডটি গড়েছিলেন লিটন। এখন তার অবস্থান দুই নম্বরে। তালিকার তিনে রয়েছেন তামিম ইকবাল খান। তিনি সেঞ্চুরি পেয়েছেন ১০৮ বলে।
(ঢাকাটাইমস/২০মার্চ/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

বিবিসির প্রতিবেদন: বার্সা-আল হিলাল নয়, ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি

আরব আমিরাতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় কিয়ানির

রশিদ খানকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা আফগানিস্তানের

পরবর্তী কোচ হিসেবে এখনো আনচেলত্তির ব্যাপারে আশাবাদী ব্রাজিল

সৌদি আরবেই যাচ্ছেন বেনজেমা!

কিংয়ের সেঞ্চুরিতে সহজ জয় উইন্ডিজের

শেষ ম্যাচ জিতে শিরোপা উৎসব নাপোলির

বিদায়ী ম্যাচে বেনজেমার গোল, বিলবাওয়ের সঙ্গে রিয়ালের ড্র
