জরিমানা পরিশোধ না করায় বগুড়া মমইন ইকো পার্কের ব্যবস্থাপক কারাগারে

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২৩, ১১:০৬

বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায় করতোয়া নদীর একাংশে মাটি ভরাট করে নদীর ওপর রাস্তা তৈরি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের করা ১০ লাখ টাকা জরিমানা পরিশোধ না করায় মমইন ইকো পার্কের ব্যবস্থাপক জাকিরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাক আহমেদ জাহাঙ্গীর।

তিনি জানান, বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায় করতোয়া নদীর একাংশে মাটি ভরাট করে নদীর ওপর রাস্তা তৈরি করার অভিযোগে টিএমএসএস-কে ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফিরোজা পারভীন। যদি জরিমানা পরিশোধ না করে অনাদায়ে টিএমএসএস-এর সিনিয়র সহকারী পরিচালক নজিবর রহমান তিনমাসের কারাভোগ করবেন। পরে টিএমএসএস এর পক্ষ থেকে জরিমানা পরিশোধ না করে সন্ধ্যার পর প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হোসনে আরা অভিযুক্ত নজিবর রহমানের পরিবর্তে জাকিরুল ইসলাম জাকিকে নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে যাওয়ার পর জরিমানা দিতে অপারগতা প্রকাশ করায় রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত জাকিরুলকে কারাগারে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২১মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :