কেরাণীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৩, ১৪:৪৩| আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৪:৪৬
অ- অ+

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার র‌্যাব-১০ এর একটি দল ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার বাঘৈর আলীয়াপাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে জাল-জালিয়াতির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিজাম উদ্দিন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নিজাম মিয়ার বরাত দিয়ে র‌্যাব জানায়, নিজাম ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন মিয়া ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার খালপাড় পশ্চিমদি গ্রামের মৃত হাফিজ উদ্দিন মিয়ার ছেলে।

(ঢাকাটাইমস/২১মার্চ/এএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা