সালথায় বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৩, ১৭:৩৩| আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৭:৩৭
অ- অ+

ফরিদপুরের সালথায় বিষ পান করে আত্মহত্যা করেছেন মো. সাহিদ শেখ নামে ৭০ বছর বয়সি এক বৃদ্ধ।

মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বৃদ্ধ সাহিদ শেখ উপজেলার গট্টি ইউনিয়নের পাটপাশা গ্রামের মৃত মুনাই উল্লাহ শেখের ছেলে। তিনি তিন ছেলে তিন মেয়ের জনক।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা সালথা থানার এসআই পরিমল কুমার বিশ্বাস নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, ছয় সন্তানের পিতা বৃদ্ধ সাহিদ শেখ। তার সম্পত্তি বলতে কিছুই নেই। দিনমজুরের কাজ করে সংসার চালাতো। এরই মধ্যে বড় তিন মেয়ের বিয়ে দিয়েছে। মেয়েরা এখন স্বামীর সংসার করছেন। আর ১৫ বছর বয়সি এক ছেলে প্রতিবন্ধী। অপরদিকে ছোট দুই ছেলে এখনও উপার্জনক্ষম হয়ে ওঠেনি। এমন অবস্থায় এই বয়সে নিজে উপার্জন করে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল তাকে। একপর্যায় সংসারের অভাব-অনটন নিয়ে সোমবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে ঘরে থাকা ঘাস মারার ওষুধ (বিষ) খেয়ে ঘুমিয়ে পড়ে সাহিদ। পরে আর ঘুম থেকে আর ওঠেনি। সকালে তার লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ঘাস মারার ওষুধ খেয়ে সাহিদ শেখ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২১মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা
সামিট-ইউনাইটেডসহ ১৫৮ বিদ্যুৎকেন্দ্রের নথি নিল দুদক, ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট ১ লাখ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা