ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২৩, ২২:১১

ফরিদপুরে মাদক মামলায় মো. নুরুজ্জামান মোল্লা (৩৮) নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

মঙ্গলবার (২১ মার্চ ) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামি মো. নুরুজ্জামান মোল্লা আদালতে উপস্থিত ছিলেন।

রায় প্রদানের পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ২০ মার্চ রাতে ফরিদপুর শহরে টহল ডিউটি করছিল র‌্যাব-৮ ফরিদপুরের একটি দল। ওইদিন দিবাগত রাত দেড়টার দিকে গোপন খবরে শহরের ঝিলটুলী মহল্লার এলাকার পুরাতন পাসপোর্ট অফিসের মোড় হতে মো. নুরুজ্জামান মোল্লাকে ১৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। ওইদিন সকালে র‌্যাব-৮ ফরিদপুরের ডিএডি মো. লুৎফর রহমান বাদী হয়ে নুরুজ্জামান মোল্লাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

গত ২০১৫ সালের ২৫ এপ্রিল মো. নুরুজ্জামান মোল্লার নামে আদালতে অভিযোগপত্র জমা দেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মাসুদ রানা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের পিপি সানোয়ার হোসেন বলেন, নুরুজ্জামানের উপর আনিত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

(ঢাকাটাইমস/২১মার্চ/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সেনাবাহিনী ডেকে এনে অরাজনৈতিক সরকার পরিচালনার পথ বন্ধ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ময়মনসিংহে চাঞ্চল্যকর হত্যা মামলায় নিহতের চাচাত ভাই গ্রেপ্তার

সিলেটে আওয়ামী লীগ ও জাপার মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

স্ত্রীকে ভারতে পাচার: সাতক্ষীরায় এক ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বরিশাল সিটি নির্বাচন: উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চাইল যুবলীগ

৯৫টি দেশের ৮ হাজার সংগঠনের মধ্যে প্রথম চারশোতে ‘কৃষকের বাতিঘর’

টঙ্গীতে নবনির্বাচিত কাউন্সিলর রাসেলকে বিজয়ী সংবর্ধনা

রাতের আঁধারে চিড়িয়াখানার হরিণ জবাই করে ভাগ-বাটোয়ারা, গ্রেপ্তার ১

টাঙ্গাইলে নারী মাদক কারবারির যাবজ্জীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :