সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ১০ উপশাখা ও ৭ এটিএম বুথ উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ১০টি উপশাখা ও ৭টি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন উপশাখা ও এটিএম বুথগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নুল আবেদীন।
উপস্থিত ছিলেন ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান ও আইসিটি ডিভিশনের প্রধান হোসাইন মোহাম্মদ ফয়সাল সহ ঊর্ধ্বতন নির্বহীগণ।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়ের, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার মো. আবুল কালাম আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধানগণ, সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জ গণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে উপশাখা, এটিএম বুথ ও এজেন্ট আউটলেট উদ্বোধনের মাধ্যমে ব্যাংকিংকে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করছি। তিনি গ্রাহকদের ব্যাংকের সেবা গ্রহণের আহ্বান জানান এবং ব্যাংকের সকল কর্মকর্তাকে সততা ও আন্তরিকতার সাথে গ্রাহকদের সেবা প্রদানের পরামর্শ দেন।
নতুন ১০টি উপশাখা হচ্ছে- ঢাকার রায়েরবাগে, নেত্রকোণার পূর্বধলার শ্যামগঞ্জে, সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল ও বেলকুচিতে, লাকসামের দৌলতগঞ্জ বাজারে, সাতক্ষীরা সদরে আবাদের হাট বাজার, আশাশুনির গোয়ালডাঙা বাজারে ও শ্যামনগরের নূর নগরে, সিলেটের বিয়ানিবাজারের আছিরগঞ্জে এবং ময়মনসিংহের শম্ভুগঞ্জে।
নতুন ৭টি এটিএম বুথ হচ্ছে- ঢাকার গুলিস্তানে, ভৈরব বাজারে, চট্টগ্রামের হাটহাজারীর ইছাপুরে, খাগড়াছড়িতে, সিলেটের ঢাকা দক্ষিণে, হবিগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এবং কুমিল্লার লাকসাম রোডে হোটেল নূরজাহানে।
(ঢাকাটাইমস/২২মার্চ/এসএ)
সংবাদটি শেয়ার করুন
অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত
অর্থনীতি এর সর্বশেষ

বাংলাদেশের ঋণমান কমালো মুডি’স

আইসিসিবিতে বসুন্ধরা ‘এলপিজি নাইট’

শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

এনসিসি ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৫০০ তম সভা অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংকের ১৬তম বার্ষিক সাধারণ সভা

ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন যশোরের রতন লাল

সোনালী ব্যাংক এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন মেহেরিয়ার এম. হাসান

বারি পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কলেজের ১২০ জনের প্রতিনিধি দল
