খালেদা জিয়াকে ‘দেখভাল’ করতে ঢাকায় পুত্রবধূ শর্মিলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখভালের জন্য মালয়েশিয়া থেকে গুলশানের ফিরোজা বাসভবনে এসেছেন তার কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলা রহমান।
মঙ্গলবার রাত ১১টার পর খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাতে প্রবেশ করেন শর্মিলা। এসময় তার সঙ্গে শিমু নামে তার এক বান্ধবী ছিলেন। বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে এবার ঈদ করবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা। তবে বিএনপির মিডিয়া সেল এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি।
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা টাইমসকে বলেন, এ বিষয়টা আমার জানা নেই।
সূত্রমতে, শর্মিলী রহমান জিয়া পরিবারের সদস্য হলেও রাজনীতিতেও তিনি প্রভাব রাখেন। বিশেষ করে দলীয় পদ পদবী এবং নির্বাচনে মনোনয়নের ব্যাপারে তিনি ভূমিকা রাখেন। এবার এসে তিনি কী ব্যাপারে কথা বলেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বৃদ্ধ শাশুড়ির সেবা শুশ্রুষা করতে দেশে এসেছেন বলে সূত্রের দাবি।
ঢাকাটাইমস/২২মার্চ/জেবি/ইএস
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

জিয়াউর রহমানের হ্যাঁ-না ভোট গণতন্ত্র হত্যার কলঙ্কজনক অধ্যায়: সজীব ওয়াজেদ জয়

সরকারের দমননীতির কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে: জামাল হায়দার

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করলেন সাজু

আহত আইনজীবীদের দেখতে হাসপাতালে রিজভী

আমেরিকার ভিসানীতি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়ক হবে: জিএম কাদের

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুগদা-খিলগাঁওয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী: ফিরোজায় কোরআন খতম, দোয়া ও মোনাজাত

বিশ্বের ধনাত্মক জিডিপি অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয়: তথ্যমন্ত্রী

জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ সংকটকাল উতরাতে পেরেছে: লুৎফর রহমান
