স্বাধীনতা পুরস্কার পেল ফায়ার সার্ভিস অধিদপ্তর, আনন্দ-উচ্ছ্বাস মুখে মুখে

সমাজসেবা ও জনসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর স্বাধীনতা পুরস্কার পেল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক এ পুরস্কার গ্রহণ করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
স্বাধীনতা পুরস্কার তুলে দিতে আজ সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বছর নয়জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস অধিদপ্তর পেয়েছে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৩’ ।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যগণ, প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টাগণ, সেনা-নৌ-বিমানবাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় সংসদ সদস্যগণ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগ, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ৯ জন বিশিষ্ট ব্যক্তি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রদানের প্রাক্কালে অনুষ্ঠানের সঞ্চালক মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০০৯-২০২২ মেয়াদে ফায়ার সার্ভিস অধিদপ্তরের সদস্যরা ২ লাখ ৫৩ হাজার ৮৯৮টি অগ্নিদুর্ঘটনায় অংশগ্রহণ করে ৮ হাজার ৮৩৮ জন ব্যক্তিকে জীবিত এবং ২ হাজার ১৯১টি মৃতদেহ উদ্ধারের পাশাপাশি দেশের ২ লাখ ১০ হাজার ৮৩৯ কোটি টাকার সম্পদ রক্ষা করেছেন। প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সময়ে সব অগ্নিদুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলায় কৃতিত্বপূর্ণ অবদান রাখছে। ২০২২ সালে চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিনির্বাপণকালে এ অধিদপ্তরের ১৩ জন সদস্য শাহাদাত বরণ করেন, যাদেরকে সরকার কর্তৃক ‘অগ্নিবীর’ খেতাব প্রদান করা হয়েছে। সম্প্রতি ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে বিভিন্ন আন্তর্জাতিক দলের সঙ্গে এ অধিদপ্তরের ১২ জন সদস্য উদ্ধারকাজে ব্যাপক সফলতা দেখিয়েছেন। ভিন্নধর্মী কাজের স্বীকৃতিস্বরূপ এ প্রতিষ্ঠান ইতোমধ্যে রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড, রোটারি অ্যাওয়ার্ড ও মালয়শিয়া থেকে পুরস্কার-সম্মাননা গ্রহণ করেছে।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক স্বাধীনতা পুরস্কার নিয়ে সদরদপ্তরে প্রবেশের পর সব কর্মকর্তা ও কর্মচারী আনন্দ-উল্লাস প্রকাশ করেন। এ সময় অধিদপ্তরের মহাপরিচালক এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী, বর্তমান সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে এ অর্জন ফায়ার সার্ভিসের প্রতিটি সদস্যের বলে মন্তব্য করেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যগণ জীবন দিয়ে প্রমাণ করেছেন তারা সব সময় বিপন্ন মানুষের সেবায় প্রস্তুত। এ অর্জন প্রতিটি কর্মীর মনোবল বৃদ্ধি করেছে। এই স্বীকৃতি তাদেরকে কর্তব্য পালনে আরো উজ্জীবিত ও উদ্বুদ্ধ করবে।
উল্লেখ্য, গত ৯ মার্চ ২০২৩ মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত প্রেস বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্বাধীনতা পুরস্কার ২০২৩ লাভের এই সংবাদ জানানোর পর থেকে ফায়ার সার্ভিস পরিবারের সদস্যগণ আনন্দের জোয়ারে ভাসছেন।
(ঢাকাটাইমস/২৩মার্চ/ইএস)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

মালিতে বাংলাদেশ ফরমড্ পুলিশ ইউনিটের টহল টিমের ওপর আইইডি হামলা

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা ২০২৬ সালে

ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের সুপারিশ জাতিসংঘ দূতের

কক্সবাজারে স্থানীয়দের চেয়ে রোহিঙ্গাদের সংখ্যা পাঁচ গুণ বেড়ে গেছে

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে

ভোমরা স্থলবন্দর ডিজিটালাইজেশন স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: নৌপ্রতিমন্ত্রী

প্রয়োজনে আগামী নির্বাচনগুলোতে কমিশন আরও কঠোর হবে: ইসি রাশেদা

মালিতে বাংলাদেশ ফরমড্ পুলিশ ইউনিটের টহল টিমের ওপর আইইডি হামলা

করোনা নিয়ে সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
