কুমিল্লায় বাসচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৩, ১৭:৩৪
অ- অ+

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দিতে দ্রুতগতির বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হন ইজিবাইকের চালক ও এক শিশু। শুক্রবার দুপুরে মহাসড়কের রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- জোৎস্না বেগম (৫২) ও ইয়াকুব আলী (৩০)। এর মধ্যে জোৎস্না ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে জোৎস্নার নাতনি নুসরাত ও ইজিবাইকের চালক মাজহারুল ইসলামকে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কের রায়পুর এলাকায় দ্রুতগামী তিশা পরিবহনের বাস ইজিবাইকটিকে চাপা দিলে এক নারীসহ দুজন নিহত হন। এ ঘটনায় শিশুসহ আরও দুজন আহত হন। যাত্রীসহ ইজিবাইকটি ফিডার রোড থেকে মহাসড়কে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। তিশা পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা