প্রয়াত মাসুম বাবুলের পরিবারের পাশে দাঁড়ালেন ডিপজল

সদ্যপ্রয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুলের পরিবারের পাশে দাঁড়ালেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় মাসুম বাবুলের দুই সন্তানের হাতে দুই লাখ টাকা তুলে দেন। এছাড়া, তাদের পড়ালেখার যাবতীয় ভার তিনি নির্বাহ করবেন।
শুক্রবার (২৪ মার্চ) এ বিষয়গুলো জানান চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেন, ‘আমাদের প্রয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল সাহেব দুই সন্তান রেখে গেছেন। তাদের দেখতে আসেন আমাদের সবার প্রিয় ডিপজল ভাই। তাদের পড়ালেখা ভালোভাবে চালিয়ে যাওয়ার জন্য তিনি দুই ভাই-বোনকে দুই লাখ টাকা প্রদান করেন।’
ডিপজলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা। তিনি বলেন, ‘অশেষ কৃতজ্ঞতা আমাদের বাংলা চলচ্চিত্রের, মহানুভবতার অনন্য অগ্রদূত, চলচ্চিত্রের দুঃখী মানুষের পাশে সুখের বার্তা নিয়ে, শান্তির দীর্ঘ প্রত্যয় নিয়ে যিনি প্রতিনিয়ত সকলের পাশে এসে দাঁড়ান তিনি আমাদের সকলের প্রাণপ্রিয় মহান একজন মানুষ অভিনেতা ডিপজল ভাই।’
অঞ্জনা আরও বলেন, ‘এই মহানুভবতার সত্যিকার অর্থেই কোনো তুলনা হয় না। ডিপজল ভাই, আপনার তুলনা একমাত্র শুধুই আপনি, স্যালুট আপনাকে। আর আমাদের বাংলা চলচ্চিত্রের মানবতার মহানায়ক জনপ্রিয় চিত্রনায়ক প্রিয় ছোট ভাই জায়েদ খান, সর্বোপরি সব শিল্পীর বিপদে যার ভূমিকা অতুলনীয়।
(ঢাকাটাইমস/২৪মার্চ/এলএম)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

ব্যাটারি গলিতে এবার কুত্তা মিজান-এতিম আকবরদের বিয়ে নিয়ে লড়াই

ফের বড়পর্দায় শ্যামল মাওলা

সিনেমায় কাজ করবেন ছোটপর্দার সামিরা মাহি, যদি…

বলিউড তারকাদের কার কী বদঅভ্যাস রয়েছে জানুন

শয্যাসঙ্গী হওয়ার একাধিক প্রস্তাব পেয়েছিলেন টলিউডের পূজাও! তবে…

গভীর বন্ধুত্ব ছিল জন-সালমানের, শত্রুতার শুরু কীভাবে?

রজনীকান্তকে নিয়ে লেখা খোলা চিঠিতে আবেগঘন মেয়ে ঐশ্বর্য

রাজ-পরীমনির মিলন আবার কবে?

নগদের সঙ্গে যুক্ত হলেন পরীমনি
