রাশিয়া বেলারুশকে ‘পারমাণবিক জিম্মি’ হিসেবে ব্যবহার করছে: ইউক্রেন

কিয়েভ রবিবার বলেছে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মিত্র বেলারুশের কাছে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা করার পরে রাশিয়া মিনস্ককে ‘পরমাণু জিম্মি’ হিসেবে ব্যবহার করছে।
ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি দানিলভ টুইটারে লিখেছেন, ‘ক্রেমলিন বেলারুশকে পারমাণবিক জিম্মি হিসেবে নিয়েছে।’
তিনি যোগ করেছেন, এই পদক্ষেপ ‘দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার দিকে একটি পদক্ষেপ।’
শনিবার পুতিন বলেছিলেন, তিনি এবং শক্তিশালী আলেকজান্ডার লুকাশেঙ্কো ‘একমত’ রাশিয়া বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করবে।
প্রায় ৩০ বছর ধরে বেলারুশের ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো পুতিনের একজন গুরুত্বপূর্ণ মিত্র। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মিনস্ক ক্রেমলিনকে তার দেশের ভূখণ্ড থেকে ইউক্রেনে আক্রমণ শুরু করার অনুমতি দিয়েছিল।
বেলারুশ তার মিত্রদের আক্রমণে যোগ দিতে পারে বলে আশঙ্কা তখন থেকে বেড়েছে, কিন্তু লুকাশেঙ্কো বলেছিলেন তিনি ‘আক্রমণ করলেই’ কেবল জবাব দিবেন।
দানিলভের জন্য পুতিনের ঘোষণা ‘বেলারুশিয়ান সমাজে রাশিয়া ও পুতিনের প্রতি নেতিবাচক ধারণা এবং জনসাধারণের প্রত্যাখ্যানের স্তরকে সর্বাধিক করে তুলেছে।’
(ঢাকাটাইমস/২৬মার্চ/এসএটি)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

ইউক্রেনীয় বাহিনী বাখমুতের চারপাশে অগ্রসর হয়েছে

৪৫টি ট্যাংকারে করে সিরিয়া থেকে মার্কিন বাহিনীর তেল চুরি!

দুবাই যেতে পারলেন না তৃণমূল সম্পাদক অভিষেকের স্ত্রী, কেন আটকাল অভিবাসন?

সৌদি আরবের উৎপাদন কমানোর ঘোষণার পর বেড়েছে তেলের দাম

বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার ভূমিকম্প

৪৮ ঘণ্টা পর ভারতের বাহানাগা স্টেশনে ট্রেন চলাচল শুরু

ইউক্রেনের বড় হামলা নস্যাৎ ও ২৫০ সেনা হত্যার দাবি রাশিয়ার

পৃথিবীতে নিরাপদে ফিরেছেন চীনের ৩ নভোচারী

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধস, নিহত ১৪
