তুরাগে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৩, ২২:০৭
অ- অ+

রাজধানীর তুরাগ এলাকা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গ্রেপ্তার নাম মো. শাহিনুর রহমান। রবিবার রাতে র‌্যাব-১ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমদ গণমাধ্যমকর্মীদের তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাবের একটি সূত্র জানায়, ররিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদে তুরাগ থানার ধওড় এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি।

গ্রেপ্তার মো. শাহিনুর রহমান কুড়িগ্রাম জেলার ছলেমানের ছেলে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এএ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা