কাটাবনে আগুন: ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিস কর্মী

রাজধানীর কাটাবনে আগুন নেভাতে যাওয়া পলাশী ফায়ার স্টেশনের এক কর্মী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। সজীব (৩০) নামের এই ফায়ার কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পলাশী ফায়ার স্টেশনের লিডার মাহবুব জানান, কাটাবন এলাকার এলিফ্যান্ট রোড শেলটেক সিয়েরা ভবনে আগুন নেভাতে গিয়ে আমাদের একজন ফাইটার ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ভবনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান ঢাকাটাইমসকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাটাবনের বাটা সিগন্যালের একটি নয় তলা ভবনের পাঁচ তলায় আগুন লাগার খবর পাই। পরে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় আগুন নেভাতে। পরে আরও ৭টি ইউনিট আগুন নেভাতে যুক্ত হয়।
এর আগে আজ সোমবার গভীর রাতে ওয়ারীর কাপ্তানবাজার সংলগ্ন জয়কালী মন্দিরের পাশে (হানিফ ফ্লাইওভারের নিচে) সুইপার কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ২০টি টিনশেড ঘর পুড়ে যায়। এতে নারীসহ দগ্ধ হয়েছেন সাতজন। যারা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট এবং ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
ওয়ারীর আগুনের তিন ঘণ্টা পরে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। এতে প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে। নয় ইউনিট চার ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। ঢাকাটাইমস/২৭মার্চ/এএ/ ইএস
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

তেলেগু-হরিজন সম্প্রদায় থেকে ৭৫ পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দক্ষিণ সিটির

এক মাসেও জানা গেলো না লাশটি কার

ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে ম্যাজিস্ট্রেট, লার্ভা পেলে ব্যবস্থা: ডিএনসিসি

রাজধানীতে উড়াল সড়ক থেকে রড পড়ে শিশুর মৃত্যু

বনানীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস

কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

ঈদ সামনে রেখে মসলার বাজার নিয়ন্ত্রণে মাঠে ভোক্তা অধিকার

‘ভাঙাচোরা অস্ত্র’ দিয়ে আমাকে গ্রেপ্তার করানো হয়: সাবেক কাউন্সিলর মিজান

তিন বছর কারাবন্দি, এখন প্রাণনাশের শঙ্কা সাবেক কাউন্সিলর রাজীবের
