সাংবাদিকতা নয়, মিথ্যার বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৭:৩৫ | প্রকাশিত : ৩০ মার্চ ২০২৩, ১৭:৩৪

মিথ্যা তথ্য দেওয়ার কারণে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে মামলা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, সাংবাদিকতা নয়, মিথ্যার বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

ডিজিটাল নিরাপত্তা আইন দেশের সকল নাগরিকের ডিজিটাল নিরাপত্তার জন্য করা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, যদি কোনও সাংবাদিক সত্য তথ্য প্রকাশ করেন, তাহলে কোনোভাবেই সরকার বাধা দেবে না।

যেখানে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে, সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে আনিসুল হক বলেন, নওগাঁয় নিহত সুলতানা জেসমিনের ক্ষেত্রে যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক। ট্র্যাজিক কারণে তার মৃত্যুর পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এখানে আইনের অপব্যবহার হয়েছে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :