ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলার আসামি মুন্সীগঞ্জে গ্রেপ্তার

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৩, ২২:২০
অ- অ+

ময়মনসিংহ নগরীতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল মিয়া (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া থানার টেংরারচর এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন।

শনিবার দুপুরে ময়মনসিংহের র‌্যাব-১৪-এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কামালকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে।

গ্রেপ্তার কামাল মিয়া শহরের থানা ঘাট এলাকার বাসিন্দা। তিনি মোটর মেরামতের কাজ করেন।

ময়মনসিংহ র‌্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, ২৪ মার্চ বিকালে চিকিৎসকের কাছে যাবেন বলে পায়েল নামে এক নারী শিশুটিকে জানান। শিশুটি তার সঙ্গে যেতে রাজি হয়। কিন্তু ওই নারী শিশুটিকে চিকিৎসকের কাছে না নিয়ে নগরীর খাগডহর ঘুণ্টি এলাকার একটি বাসার ষষ্ঠতলায় নিয়ে যান। সেখানে কামালের কাছে তুলে দেন। এ সময় কামাল শিশুটিকে ধর্ষণ করেন এবং কাউকে কিছু বলতে নিষেধ করেন।

পরে শিশুটি বাড়িতে এসে অসুস্থ হলে ঘটনাটি তার মাকে জানায়। এরপর শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে কামাল ও পায়েলকে আসামি করে ধর্ষণ মামলা করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা আনোয়ার।

ধর্ষণ মামলায় র‌্যাব অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া থানার টেংরারচর এলাকা থেকে কামাল মিয়াকে গ্রেপ্তার করে। কামালকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/০১এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা