বগুড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে আবু তাহের (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু তাহের উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের টিউবওয়েল মিস্ত্রি বাদশা মিয়ার ছেলে।
জানা গেছে, আবু তাহের দুই মাস আগে বিয়ে করেছেন। বাড়িতে শ্যালিকা আসায় সেহেরির পর স্ত্রী ও শ্যালিকা এক ঘরে ঘুমায়। আবু তাহের আলাদা ঘরে ঘুমাতে যায়। সকাল সাড়ে ৭টার দিকে কাজের লোক তাকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরিবারে সদস্যদেরর জানায়। পরে দরজা ভেঙে ঘরের ভেতর গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আবু তাহেরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বিষয়গুলো নিশ্চিত করে নন্দীগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০২এপ্রিল/এসএ)

মন্তব্য করুন