ইতালির ভেনিসে ভৈরব সমিতির আয়োজনে ইফতার মাহফিল

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৩, ২১:২৬
অ- অ+

ইতালির ভেনিসে ভৈরব সমিতির আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় বায়তুল মা'মূর কেন্দ্রীয় জামে মসজিদে এই আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশি প্রায় ৮শ মানুষজন এ ইফতার মাহফিলে অংশ নেন।

আয়োজিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সোলাইমান হোসাইন।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল রহমান ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনার মধ্যদিয়ে ইফতারের আগে উপস্থিত রোজাদারদের সামনে ইসলামিক বয়ান করা হয় ও দোয়া পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আজিজ।

উপস্থিত ছিলেন- ভৈরব সমিতির আব্দুল আহাদ, হান্নান মিয়া, মামুন মিয়া, নাজমুল মিয়া, সুহেল মিয়া, আপন স্বাধীন, আবু বক্কর, শাহাদাত হোসেন, সবুজ সারওয়ার, তৌফুজুজ্জামান ও সুজন মিয়া প্রমুখ।

দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।পরিশেষে ইফতারে অংশগ্রহণ করায় উপস্থিত রোজাদারদের ধন্যবাদ জানান ভৈরব সমিতি ভেনিসের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ১৮তম আসর
অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার, সবাইকে ধৈর্য ধরার আহ্বান
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: নিজের অবস্থান পরিষ্কার করলেন আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা