কামরাঙ্গীরচরে ইজিবাইক চোরচক্রের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৩, ১৯:৩০
অ- অ+

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা ইজিবাইক চোরাইচক্রের দুজনকে আটক করেছে র‌্যাব-১০।

আটককৃতরা হলেন- মো. অনিক হোসেন ও মো. আরমান। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাইকৃত ইজিবাইক ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানার লালগুদাম তারা মসজিদ বেড়িবাঁধ এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে মো. অনিক হোসেন ও মো. আরমান নামে ইজিবাইক চোরাইচক্রের দুইজন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাইকৃত ইজিবাইক ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতরা ইজিবাইক চোরচক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা হতে চোরাইকৃত ইজিবাইক সংগ্রহ করে কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এএ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলের হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত
গরমে দিনে কতটুকু পানি পান করলে শরীর সুস্থ থাকবে
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা