ফরিদপুরে দুই হাজার ইয়াবাসহ আটক ২

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৩, ১৯:৪৭

ফরিদপুরে মাদকের হোম ডেলিভারি দিতে এসে দুই হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে আটক পড়েছে কক্সবাজারের দুই যুবক।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার ভাঙ্গা উপজেলার আতাদি নামক স্থানে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোলপ্লাজার কাছে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কক্সবাজারের রামু থানার টাইংগা কাটা (দক্ষিণ গোয়ালিয়া পালং) এলাকার ফরিদ আলমের ছেলে গিয়াস উদ্দিন (২১) ও একই এলাকার মো. নুরুন্নবীর ছেলে মো. সাইফুল ইসলাম (২২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, আটককৃতরা আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। কক্সবাজার থেকে ইয়াবা চালান নিয়ে বিক্রির উদ্দেশ্যে ফরিদপুরে আসছিল তারা। গোয়েন্দা সূত্রে এ খবর পেয়ে সেখানে এ অভিযান চালানো হয়। এসময় ওয়েলকাম এক্সপ্রেস নামীয় একটি বাস তল্লাশি করে ২ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়।

তিনি বলেন, এ ব্যাপারে এসআই মো. আমিরুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেছেন।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :