নীলফামারীতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৩, ১৭:২৫
অ- অ+

যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত বঙ্গবন্ধু চত্বরে নীলফামারী প্রেসক্লাব ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা প্রশ্ন করে বলেন, রংপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু একজন ওয়ারেন্টভুক্ত আসামি হওয়া সত্ত্বেও কীভাবে আদালতে উপস্থিত হয়ে সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এছাড়াও অবিলম্বে জিজিটাল নিরাপত্তা আইন সংশোধনসহ সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনারও দাবি জানান সাংবাদিক নেতারা।

এসময় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন- নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, আব্দুর রশিদ শাহ্, বিজয় চক্রবর্তী কাজল, মাহমুদ আল হাসান রাফিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন যমুনা টেলিভিশনের ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট আতিয়ার রহমান।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা