শিবপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২৫
নরসিংদীর শিবপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল ৭টায় উপজেলার কারার চরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেনের (২২) বাড়ি কিশোরগঞ্জে। তিনি গাউছিয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফকির কটন মিল নামে একটি কারখানায় চাকরি করতেন।
মামা ও মামিসহ পরিবারের পাঁচজন মিলে ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছিলেন তারা। ঢাকা থেকে কিশোরগঞ্জগামী মায়ের দোয়া নামে একটি বাস কারার চরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিহত হন মনির হোসেন।
মরদেহ নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে রয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।
এদিকে দুর্ঘটনার কারণে সড়কের দুই দিকে ১০ কিলোমিটার যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে আস্তে আস্তে যানজট কমতে শুরু করেছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হায়দার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেকার পাঠিয়ে দুর্ঘটনা কবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর যানজট স্বাভাবিক হয়।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/এফএ)