বগুড়ায় কলেজের সাবেক অধ্যাপক পান্না হত্যার ঘটনায় আটক ১

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৩, ১২:২৬| আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৩:২২
অ- অ+

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে এলোপাথাড়ি ছুরিকাঘাতে রেজাউল করিম পান্না নামে সরকারি আজিজুল হক কলেজের অবসরপ্রাপ্ত এক শিক্ষককে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত পৌণে ১২টার দিকে সদর থানার সামনে এ ঘটনা ঘটে। ওই সময় ওই শিক্ষককে উদ্ধার করতে গেলে দুই পুলিশ সদস্য এবং এক পথচারীও আহত হন। এ ঘটনায় অভিযুক্ত মেন্দি খায়রুলকে আটক করেছে পুলিশ।

নিহত শিক্ষক রেজাউল করিম পান্না বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। অভিযুক্ত মেন্দি খায়রুল শহরের ফুলবাড়ি এলাকার সম্রাট পিত্তিরাজের ছেলে।

আহতরা হলেন, বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহাদাৎ হোসেন, গোলাম কিবরিয়া ও পথচারী আব্দুর রউফ।

বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম বলেন, থানার মোড়ে মেন্দি নামে ওই যুবক নিহত শিক্ষক পান্নাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এই সময় তাকে উদ্ধার করতে গেলে দুই পুলিশ সদস্য ও একপথচারী আহত হন। তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে মেন্দিকে আটক করা হয়েছে। আহত বাকিরা আশঙ্কামুক্ত।

তিনি আরো বলেন, আটক মেন্দি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনি ওই শিক্ষকে হত্যা করেছেন। বাকিরা তাকে বাধা দিতে গেলে তাদেরও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আরও যেসব কারণ সামনে আসছে
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: নিহত বেড়ে ২৯১
মুরাদনগরে ট্রাফিক লাইনম্যানকে পিটিয়ে যখম করল এনসিপি নেতারা
নিষেধাজ্ঞার পর জেলের জালে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা