এক ম্যাচ পরই জায়গা হারালেন লিটন

নিজেদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অভিষেক হয় টাইগার ক্রিকেটার লিটন কুমার দাসের। কিন্তু দ্বিতীয় ম্যাচেই জায়গা হারালেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আজ লিটনের পরিবর্তে নামবেন নামিবিয়িান অলরাউন্ডার ডেভিড ওয়াইজ।
আইপিএলে নিজের অভিষেকটা রাঙাতে পারেননি লিটন দাস। প্রথম বলে চার হাকানোর পরও সাজঘরে ফিরেছেন ৪ রানেই। গ্লাভস হাতেও ছিলেন নার্ভাস। দুটো সহজ স্ট্যাম্পিং মিস করেছেন তিনি। এরপর থেকেই সমালোচিত হতে থাকেন লিটন। তাই তার বাদ পড়াটা অনেকটা অনুমিতই ছিল।
কলকাতা একাদশ:
জেসন রয়, নারায়ন জগদ্বিশন, নীতিশ রানা(অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, সুনিল নারিন, ডেভিড ওয়াইজ, কুলওয়ান্ট খেজুরিয়া, সুহাস শর্মা, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
চেন্নাই একাদশ:
ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড, আজিঙ্কা রাহানে, মঈন আলি, শিবাম ডুবে, আম্বাতি রাইডু, রবিন্দ্রো জাদেজা, মহেন্দ্রা সিং ধোনি, মাথিশা পাথিরানা, তুষার দেশপান্ডে ও মহেশ থিকসেনা।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এমএম)

মন্তব্য করুন