কলকাতাকে হারিয়ে টেবিলের শীর্ষে চেন্নাই

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৩, ১৩:১৯
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রবিবার রাতের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৪৯ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে চেন্নাই সুপার কিংস। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান তুলে চেন্নাই। জবাবে খেলতে নেমে ১৮৬ রানে থেমেছে কলকাতার ইনিংস।

এই জয়ের ফলে ৭ ম্যাচে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান করছে ধোনির দল। সমান ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান কলকাতার। এদিকে টেবিলের দুইয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান ৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চার নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস।

কলকাতার ইডেন গাডের্নসে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় চেন্নাই। মাত্র ৭.৩ ওভারে ওপেনিং জুটিতে আসে ৭৩ রান। ২০ বলে ৩৫ রান করে আউট হন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড। পরের উইকেটে আজিঙ্কা রাহানেকে নিয়ে দারুণ খেলতে থাকেন ওপেনার কনওয়ে। ফিফটি পূরণের পর ৪০ বলে ৫৬ রানে ফেরেন কনওয়ে।

এদিকে শিবাম ডুবেকে নিয়ে ক্রিজে রীতিমতো ঝড় তুলেন আজিঙ্কা রাহানে। এ সময় দ্রুত ৮৫ রানের জুটি গড়েন তারা। দুজনই ফিফটির দেখা পান। ২১ বলে ৫০ রানে আউট হন ডুবে। এরপর নেমে ৮ বলে ১৮ রান করেন রবিন্দ্রো জাদেজা। আর ২৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন রাহানে।

হাই-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে সুবধিা করতে পারেনি কলকাতা। ১ রানে নারায়ন জগদীশান ১ ও শূন্যরানে সুনিল নারিন ফেরেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমে ২০ বলে ২০ রান করেন ভেঙ্কটেশ আয়ার। আর দলনেতা নিতিশ রানা করেন ২০ বলে ২৭।

এরপর রিংকু সিংকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান জেসন রয়। মাত্র ২৬ বলে ৫টি করে চার-ছক্কায় করেন ৬১ রান। দ্রুত ফিফটি তুলে নেন রিংকু সিংও। মাত্র ৩৩ বলে ৫৩ রানের অপরাজিত থাকেন তিনি। এছাড়া আন্দ্রে রাসেল ৯, ডেভিড ওয়াইজ ১ ও উমেশ যাদব ৪ রান করেন।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ঝাঁক অভিনেত্রীর সঙ্গে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
আজাদ জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ঘরে ফিরেছেন, ‘ভারতের উপর বিশ্বাস নেই', তাই বাঙ্কার রেখেছেন
স্বর্ণকণার জাদু: রেটিনাল রোগে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে সোনার ন্যানোপার্টিকল
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা