অবসরের ইঙ্গিত দিলেন ধোনি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৩, ১৬:০০| আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৬:১৫
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রবিবার রাতের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হয়তো নিজের শেষ ম্যাচটা খেলেন ফেললেন মহেন্দ্রা সিং ধোনি। এদিন গ্যালারী থেকে সমর্থকরা বিদায় জানালেন এবং ধোনি নিজেও ম্যাচ শেষে একই সুরে কথা বললেন। এতে ধোনির অবসরের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।

কলকাতার হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে যেন হলুদ রং ধারণ করে। এটা কার হোম গ্রাউন্ড দেখে বোঝার কোনো উপায় ছিল না। আর পুরো স্টেডিয়ামে জুরে ছিল একটাই ধ্বনি। সবাই একসুরে বলছিল- ধোনি, ধোনি..।

পুরো দৃশ্য দেখে ম্যাচ শেষে ধোনি বলেন, ‘আমাকে এভাবে সমর্থন করার জন্য ধন্যবাদ। এখানে আজকে অনেক মানুষ এসেছেন। এরপর যখন কেকেআরের ম্যাচ হবে, তখন অধিকাংশ কেকেআরের জার্সি পরে মাঠে আসবেন। সেটা আমার জানা।'

তিনি আরও বলেন, 'এমনটা একবারই হলো। ওরা আমাকে ফেয়ারওয়েল দিতে চাইছিলো। ওরা বলতে চাইছিলেন যে আমরা মাঠে আসব, হলুদ পোশাক পরে আসব। আমার তরফে তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।’

উল্লেখ্য, ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে তিন ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রানের বিশাল সংগ্রহ পায় চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। থেমে যায় ১৮৬ রানে।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
‘সীমান্তে পুশইন নিয়ে সরকার নীরব, কোথায় পাওয়ারফুল খোদা বখস: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা