অবসরের ইঙ্গিত দিলেন ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রবিবার রাতের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হয়তো নিজের শেষ ম্যাচটা খেলেন ফেললেন মহেন্দ্রা সিং ধোনি। এদিন গ্যালারী থেকে সমর্থকরা বিদায় জানালেন এবং ধোনি নিজেও ম্যাচ শেষে একই সুরে কথা বললেন। এতে ধোনির অবসরের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।
কলকাতার হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে যেন হলুদ রং ধারণ করে। এটা কার হোম গ্রাউন্ড দেখে বোঝার কোনো উপায় ছিল না। আর পুরো স্টেডিয়ামে জুরে ছিল একটাই ধ্বনি। সবাই একসুরে বলছিল- ধোনি, ধোনি..।
পুরো দৃশ্য দেখে ম্যাচ শেষে ধোনি বলেন, ‘আমাকে এভাবে সমর্থন করার জন্য ধন্যবাদ। এখানে আজকে অনেক মানুষ এসেছেন। এরপর যখন কেকেআরের ম্যাচ হবে, তখন অধিকাংশ কেকেআরের জার্সি পরে মাঠে আসবেন। সেটা আমার জানা।'
তিনি আরও বলেন, 'এমনটা একবারই হলো। ওরা আমাকে ফেয়ারওয়েল দিতে চাইছিলো। ওরা বলতে চাইছিলেন যে আমরা মাঠে আসব, হলুদ পোশাক পরে আসব। আমার তরফে তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।’
উল্লেখ্য, ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে তিন ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রানের বিশাল সংগ্রহ পায় চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। থেমে যায় ১৮৬ রানে।
(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এমএম)

মন্তব্য করুন