দিনাজপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মামা-ভাগিনার মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৩, ১২:১৪| আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১২:৪২
অ- অ+

দিনাজপুর সদর উপজেলায় বিসমিল্লাহ পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মামা ও ভাগিনার মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শশরা ইউনিয়নের চুনিয়াপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রামনগর এলাকার আখিলউদ্দীনের ছেলে বাবুল হোসেন (৫৫) ও একই এলাকার মাসুমের ছেলে সোহান (২৪)। তারা সম্পর্কে মামা ও ভাগিনা। তাদের মধ্যে বাবুল হোসেন ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়াড়ি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা।

দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে বাবুল ও সোহান ফুলবাড়ীর এলুয়াড়ি ইউনিয়ন ভূমি অফিসের দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার চুনিয়াপাড়া নামকস্থানে বগুড়া থেকে দিনাজপুরমুখী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ওই দুই আরোহীসহ মোটরসাইকেলটি বাসের চাকায় পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে কিছু দূরে গিয়ে বাসটি থামিয়ে চালক, হেলপার ও বাসের স্টাফরা পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাসের নিচ থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাকিল আহমেদ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাথি দাস।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা