ফেনীতে তিন কৃষকের জমির ধান কেটে দিলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, ফেনী
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৩, ১৫:৫৭
অ- অ+

ফেনীতে চলতি বোরো মৌসুমে তিন কৃষকের প্রায় ২ একর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার সংগঠনটির জেলা সভাপতি তোফায়েল আহাম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের শ’খানেক নেতাকর্মী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়য়নের ৪নং ওয়ার্ড কাটা মোবারক ঘোনা এলাকায় কৃষকের জমির ধান কাটতে নামেন। তারা তিন কৃষকের ২ একর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন। ধান কাটা কর্মসূচিতে তপু-জাবেদ ছাড়াও ফেনী সরকারি কলেজ শাখা সভাপতি নোমান হাবিব, সদর উপজেলা সভাপতি আকরামুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভ, সাধারণ সম্পাদক আবুল হাছনাত তুষার, ফরহাদনগর ইউনিয়ন সভাপতি আবদুল মান্নান রাসেল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল প্রমুখ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানান, এই কর্মসূচি পুরো বোরো মৌসুমে চলবে। জেলার একপ্রান্ত থেকে আরেক প্রান্তের কৃষকরা খবর দিলেই ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবে। শ্রমিক সংকটে ধান কাটতে না পারা কৃষকদের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হবে। বাংলাদেশ ছাত্রলীগের আহ্বানে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ জানান, চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে ছাত্রলীগ নিরবিচ্ছিন্ন ও নিরলস ভূমিকা পালন করবে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লাশের খবরে পুলিশকে ফোন: অতঃপর যা হলো
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৮ জনের দশ বছরের সাজা
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা