ইতিহাসে আজকের দিনে: ১০ বছর বয়সে রুশ সম্রাট হন পিটার দ্যা গ্রেইট

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৩, ০৯:৩১

আজ ২৯ এপ্রিল ২০২৩, শনিবার। ইতিহাসে আজকের দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। এই দিনে আছে অনেক বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

ঘটনাবলী:

১৬৮২- খ্রিস্টাব্দের আজকের দিনে পিটার দ্যা গ্রেইট দশ বছর বয়সে রাশিয়ার সম্রাট পদে অধিষ্ঠিত হন।

১৬৩৯ - খ্রিস্টাব্দের আজকের দিনে দিল্লির লাল কেল্লা ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৮২৭ - ফরাসি সম্রাট একাদশ চার্লস ফরাসি জাতীয় রক্ষীবাহিনীর বিলুপ্তি ঘোষণা করেন।

১৯১৯ - জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন।

১৯৪৫ - খ্রিস্টাব্দে ইতালিতে জার্মান বাহিনী মিত্রশক্তির কাছে আত্মসমর্পন করে।

১৯৫৪ - খ্রিস্টাব্দে তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয়।

১৯৯১ - বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ সামুদ্রিক ঝড়ে কয়েক লাখ মানুষ নিহত: ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ থেকে ২২০ কিলোমিটার।

১৯৯৭ - বৃটেন, চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।

জন্ম:

১৮৪৮ - ভারতীয় চিত্রশিল্পী রাজা রাভি ভার্মা।

১৮৫৪ - অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।

১৮৬৫ - বিশ্বজনীন ত্রিভাষিক ইতালিয়ান-স্লোভেনিয়ান স্থপতি ম্যাক্স ফেভিয়ানি।

১৯০১ - জাপানের সম্রাট হিরোহিতো।

১৯০৯ - বিপ্লবী রবি নিয়োগী।

১৯৩৬ - আর্জেন্টিনার কবি আলেহানদ্রা পিসারনিক।

মৃত্যু:

১৯৪৫ - মুসোলিনী।

১৯৯৬ - ওস্তাদ আবেদ হোসেন খান।

১৯৮০ - স্যার আলফ্রেড যোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক ছিলেন।

২০০৫ - লিওনিদ খাচিয়ান, আর্মেনীয়-বংশোদ্ভুত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।

২০০৬ - জন কেনেথ গলব্রেইথ, মার্কিন অর্থনীতিবিদ।

ঢাকাটাইমস/২৯এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :