শ্রমিক দিবসের সন্ধ্যায় চঞ্চলের ‘রাঢ়াঙ’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০২৩, ১৭:১৭

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে সাঁওতালরা। ১৯৪৯ সালে নাচোলের বিদ্রোহে পরাজিত হওয়ার পর থেকে তাদের ওপর চলতে থাকে নানা অত্যাচার। তাদের অভিবাসনের কাহিনি নিয়েই গড়ে উঠেছে মঞ্চ নাটক ‘রাঢ়াঙ’। নাটকটি রচিত হয়েছে নওগাঁয় আলফ্রেড সরেনের নেতৃত্বে ভূমি আন্দোলনের প্রেক্ষাপটে।

মে দিবস উপলক্ষে আজ মঞ্চে ফিরছে নাট্যদল আরণ্যকের জনপ্রিয় নাটক ‘রাঢ়াঙ’। সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি।

এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। খবরটি জানিয়ে চঞ্চল ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা। মেহনতী মানুষের জয় হোক। মে দিবস উদযাপন উপলক্ষে আজ সন্ধ্যা ৭ টায় জাতীয় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হবে আরণ্যক প্রযোজিত মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত নাটক “রাঢ়াঙ”। দেখা হবে এই আয়োজনে।’

এর আগে, গেল বছর নভেম্বরে নাটকটির ২০০তম প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন তিনি। ‘রাঢ়াঙ’-এ পুলিশের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আরও আছেন আ খ ম হাসান, শামীম জামান, নিকিতা নন্দিনীসহ অনেকে।

(ঢাকাটাইমস/১মে/এলএম)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :