ফেনীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৩, ১৫:০৯
অ- অ+

ফেনীর সোনাগাজীতে দুটি এফ জেড চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর এলাকার ১নং ওয়ার্ডের বাখরিয়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে শাহজাহান সাজু (৩৫) এবং পৌর এলাকার ৮নং ওয়ার্ডের চরগণেশ গ্রামের ব্যাপারী বাড়ির আবুল কাশেমের ছেলে ছাব্বির হোসেন (২২)। তাদেরকে সোনাগাজী মডেল থানা পুলিশের সহযোগিতায় ধানমন্ডি থানা পুলিশ রবিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং মোটরসাইকেলগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, চলতি বছরের ১২ জানুয়ারি ধানমন্ডি থানায় একটি মোটরসাইকেল চুরির মামলার তদন্তে বেরিয়ে আসে সোনাগাজীর সাজু ও ছাব্বিরের নাম। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ জানতে পারে উল্লেখিতরা দীর্ঘ দিন যাবৎ বেশ কয়েকটি চোরাই মোটর সাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত রয়েছেন। তাদের কাছ থেকে দুটি নীল ও সাদা রঙয়ের এফজেড চোরাই মোটর সাইকেল ভার্সন-১ ও ২ উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার এসআই শেখ আজমাইন খান ও সোনাগাজী মডেল থানার এসআই মো. মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা