দিনাজপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৩, ১৩:৪২| আপডেট : ০৪ মে ২০২৩, ১৪:৪৫
অ- অ+
ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পার্বতীপুরের ফুলবাড়ি রেললাইনের কয়লাখনিসংলগ্ন রসুলপুর গ্রাম পারাপারের সময় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে।

নিহতরা হলেন, কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুসলিম পাড়ার মনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০) ও নীলফামারীর জলঢাকা কৈমারী গ্রামের অলঙ্গ রায়ের ছেলে সুশান্ত চন্দ্র রায় (৩৮)।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।

পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ওসি মো. একেএম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পার্বতীপুরের ফুলবাড়ি রেললাইনের কয়লাখনিসংলগ্ন রসুলপুর গ্রাম পারাপারের রেলগেটটি অরক্ষিত অবস্থায় রয়েছে।

সেখানে একটি মোটরসাইকেলে রেলক্রসিং পার হচ্ছিলেন তারা। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

(ঢাকাটাইমস/৪মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভৈরবে দুদিনে শিয়ালের কামড়ে আহত ১৫ 
সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার
বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে রয়েল বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব
স্বামীসহ দীপু মনির বিরুদ্ধে দুদকের ২ মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা