দিনাজপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৩, ১৩:৪২| আপডেট : ০৪ মে ২০২৩, ১৪:৪৫
অ- অ+
ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পার্বতীপুরের ফুলবাড়ি রেললাইনের কয়লাখনিসংলগ্ন রসুলপুর গ্রাম পারাপারের সময় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে।

নিহতরা হলেন, কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুসলিম পাড়ার মনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০) ও নীলফামারীর জলঢাকা কৈমারী গ্রামের অলঙ্গ রায়ের ছেলে সুশান্ত চন্দ্র রায় (৩৮)।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।

পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ওসি মো. একেএম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পার্বতীপুরের ফুলবাড়ি রেললাইনের কয়লাখনিসংলগ্ন রসুলপুর গ্রাম পারাপারের রেলগেটটি অরক্ষিত অবস্থায় রয়েছে।

সেখানে একটি মোটরসাইকেলে রেলক্রসিং পার হচ্ছিলেন তারা। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

(ঢাকাটাইমস/৪মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা