মহেশপুর সীমান্ত থেকে ২০ স্বর্ণের বারসহ দুজন আটক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২৩, ১৬:৪৬| আপডেট : ০৫ মে ২০২৩, ১৭:২২
অ- অ+

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২০ পিচ স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্তের কাজীরবেড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার জিন্নানগর গ্রামের নবিছদ্দি মণ্ডল (৫৮) ও আছানুর মণ্ডল (৪৮)।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মাসুদ জানান, পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন খবরে কাজীরবেড় গ্রামের মাঠের মধ্যে অবস্থান করেন তারা। রাত ১১টার দিকে মাঠের মধ্যে দিয়ে সীমান্তের শুণ্য লাইনের দিয়ে যাওয়ার সময় আছানুর রহমান ও নবিছদ্দি মন্ডলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় এক কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ২০ পিচ স্বর্ণের বার। তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারা দেশে জুন মাসে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত হয়েছে: যাত্রী কল্যাণ সমিতি
হাত-পা ছাড়াই জন্ম নেওয়া সেই লিতুন জিরা এসএসসিতে জিপিএ-৫ পেয়ে নজর কাড়লো
বিজিবি'র ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তি, শপথ নিল ৬৯৪ নবীন সৈনিক
এসএসসিতে জিপিএ-পাঁচ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা