মানিকগঞ্জে ১০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম।
গ্রেপ্তার সজিব মন্ডল সিংগাইর উপজেলার জার্মিত্তা গ্রামের রবি মন্ডলের ছেলে।
পরিদর্শক আবুল কালাম জানান, ‘শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টার দিকে এসআই আব্দুল কুদ্দুস সিংগাইর উপজেলার সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার মহর আলীর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ সজিবকে গ্রেপ্তার করেন।’
আরও পড়ুন: কুড়িগ্রামে সরকারি হাসপাতালে সার্জারি করেন রাঁধুনী, মালি ও পরিচ্ছন্নতাকর্মী
উদ্ধার চোলাই মদের বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মাদক আইনে মামলা করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৬মে/এসএম)

মন্তব্য করুন